Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথিতে সিএসএস মাঠে টি – টুয়েন্টি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনা কাঁথি সিএসএসএ মাঠে অনুর্ধ্ব ১৩ এবং ১৮ ডিউজ টি – টুয়েন্টি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো। এই প্রতিযোগিতায় পুর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৬ টি দল অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল বিকাল করে ২ টি করে খেলা হবে। প্রথম দিন সকালে অনুর্ধ্ব ১৩ যে দুটি দল অংশগ্রহণ করে এবিসিডি, কাঁথি ও টিউলিপ, হলদিয়া। টসে জিতে টিউলিপ বোলিং করার সিন্ধান্ত নেয়। নিধারিত ২০ ওভারে এবিসিডি ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করে। প্রত্তুতরে টিউলিপ ব্যাট করতে নেয়ে মাত্র ১৮.১ ওভারে  ৭১ রান করে। ফলে এবিসিডি ২৫ রানে জয় লাভ করে। ম্যান অফ দি ম্যাচ মৃত্যুঞ্জয় দাস অধিকারী ট্রফি লাভ করে এবিসিডির অয়ন দাস।
দিনের দ্বিতীয় খেলা অনুর্ধ্ব ১৮ বালিঘাই ও টিউলিপ অংশগ্রহণ করে টসে জিতে টিউলিপ বোলিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে পরে টিউলিপ ১৫.৫ ওভারে ১০১ রানে সকালে আউট হয়ে যায় ফলে বালিঘাই ৩৩ রানে জয় লাভ করে। এই খেলায় বালিঘাই শিবময় প্রধান ম্যান অফ দি ম্যাচ হয়ে মৃত্যুঞ্জয় দাস অধিকারী পুরস্কার লাভ করে।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা, কোষাধ্যক্ষ সুস্মিত মিশ্র, কার্যকরী কমিটির সদস্য গোলক চন্দ্র বিশ্বাস ও সুকমল মাইতি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News