Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খবর সংগ্রহে গিয়ে প্রহৃত সাংবাদিক:দোষীদের শাস্তি চাই

সামাজিক সচেতনতাকে ঘিরে উত্তেজনা মারধরের ঘটনা ঘটলো মঙ্গলবার কাঁথি ১ ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের চেঁচড়াপুট গ্রামের। উত্তেজিত এলাকাবাসী সচেতনতা শিবিরের দুই শিক্ষক দুই ছাত্র ও দুই সাংবাদিক কে মারধর করে। সকলেই গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকালে ডিজে বক্স সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় চাচড়াপুট বিপর্যয় মোকাবেলা সেন্টারে। এই শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি ১ ব্লকের বিডিও অমিতাভ  বিশ্বাস, প্রাক্তন ব্যাংক আধিকারিক সুদীপ মাইতি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর পক্ষে অর্ণব মাইতি প্রমূখ। সবাই সভাপতিত্ব করেন মায়াপুর সুধীরকুমার হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই। ডিজে বক্স সচেতনতা শিবির আয়োজন করে নায়াপুট সুধীরকুমার হাই স্কুল কর্তৃপক্ষ। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক অভিষেক দাস, অনিমেষ মন্ডল, চন্দন দাস, বিপ্লব দাস, সুজল মাইতি, উৎপল খাঁড়া, সঙ্গীতা জানা, শ্রাবণী পাহাড়ি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সৈকত পন্ডা। এই শিবির শুরুতেই প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী সাইকেল মিছিল করে নয়াপুট হাই স্কুল থেকে চেঁচড়াপুট বিপর্যয় মোকাবেলা সেন্টার পর্যন্ত আসে। সচেতনতা শিবির শেষ হতেই উত্তেজিত গ্রামবাসী জড় হয়। বিপর্যয় মোকাবেলা সেন্টার ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। আটক হয়ে থাকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা। পুলিশে খবর দিলে জুনপুট উপকূলীয় থানার পুলিশ এসে হাজির হয়। আটক হয়ে থাকা ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকদের রেসকিউ করে নিয়ে গেলেও সাংবাদিক, দুই শিক্ষক ও ২ ছাত্র কে ঘিরে বিক্ষোভ দেখায় এবং উত্তেজিত জনতা তাদের বেদম মারধর করে। ততক্ষণে পুলিশ এলাকা ছেড়ে চলে গেছে। উত্তেজিত জনতার হাতে প্রহিত হয় সাংবাদিক রাজকুমার বেরা ও মনোজ গিরি,শিক্ষক দ্বিগবিজয় জানা ও সৈকত পন্ডা,বিদ্যালয়ের আবাসিক ছাত্র  শুভদীপ প্রামানিক শুভজিৎ মিদ্যা। পাশাপাশি শিক্ষিকা শ্রাবণী পাহাড়ীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।  সাংবাদিকদের মারধর করে জামাকাপড় ছেড়ে দিয়ে ছাড়িয়ে মোবাইল, বুম,ও টাকা। গুরুতর যখন অবস্থায় সকলকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক আহত সকালের সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছেন সুশীল সমাজ ও সাংবাদিকদের একাধিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিদ্যালয় এর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই জানিয়েছেন। তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। এই ঘটনায় কাঁথি ১ ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস তীব্র নিন্দা করেছেন এবং পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। অফিসে অফিস থেকে দুইজন আধিকারিক কে হাসপাতালে পাঠিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ ও কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের সহ-সভাপতি তরুণ কুমার জানা। তিনি বলেন ডিজে বাক্স বাজানো সরকারিভাবে নিষিদ্ধ করা আছে। তার সচেতনতার জন্য যদি কোন স্কুল বা ছাত্র-ছাত্রী এগিয়ে আসে তাহলে তাদের অভিনন্দন জানাতে হয়। সেক্ষেত্রে এই আক্রমণ মেনে নেওয়া যায় না। তিনি রাজনৈতিক নেতৃত্বদের অনুরোধ জানিয়েছেন এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় তার দিকে নজর রাখতে। বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন যেকোনোভাবে ছাত্র এবং শিক্ষকের উপরে আক্রমণ এর পাশাপাশি সাংবাদিকদের আক্রমণ নিন্দনীয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News