Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথিতে সমবায় নির্বাচনে তৃণমূলের জয়

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের  বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল বড়সড় সাফল্য পেল।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ী থেকে সামান্য দূরে বিজেপির হারকে নিয়ে কটাক্ষ  করেছে তৃণমূল নেতৃত্ব।

কাঁথি ১ ব্লকের  মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। আর সেই পঞ্চায়েতের রামচন্দ্রপুর, শ্রীলামপুর  বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে  বিজেপির পরাজয় হল।বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় এই সমবায় সমিতির  ৮ টি আসনের জন্য ভোট গ্রহণ হয়। এই সমবায়ে মোট ৯ টি আসন। একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি সমর্থিত প্রার্থী জয়ী হয় আগে। 

সকাল থেকে ৮ টি আসনে ভোট গ্রহণের পর গননায় দেখা যায় ৫টি আসনে তৃণমূল সমর্থিত,২টি দুটি আসনে বিজেপি সমর্থিত প্রার্থী জয়ী হয়। একটি আসনে বিজেপি এবং তৃণমূল সমান সংখ্যক ভোট পায়। লটারি মাধ্যমে বিজেপি সমর্থিত প্রার্থী জয়ী হয়। 

আই এন টি টি ইউ সি র রাজ্য সাধারণ সম্পাদক ও কাঁথি ১পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা আমিন সোহেলের  বলেন এই সাফল্য প্রমান করে দিলো গ্রাম্বাংলার মানুষ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই। তিনি আরো বলেন এই জয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির জয়। তিনি আরো দাবি করেন  এলাকায় বিজেপির প্রতিনিধিরা অন্য জায়গা থেকে লোক এনেও কোন সাফল্য পায়নি

ekhansangbad
Author: ekhansangbad

Related News