Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথিতে মাতৃভূমি গুচ্ছ সমিতির বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণ

কাঁথি দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত কাঁথি ১ নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এর বগুড়ান ইউনিট এর মাতৃভূমি গুচ্ছ সমিতি পরিচালিত রংমালাপুট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিকাল ৩ টায় বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ১০০ জন ক্লাস্টার সদস্যা।উক্ত অনুষ্ঠানে দল ও ক্লাস্টার শক্তিশালী করন ও এলাকায় পরিচিতি এবং বাল্যবিবাহ এর কূফল নিয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন মাজিলা পুর গ্ৰাম পঞ্চায়েত এর প্রধান প্রদীপ কুন্ডু, কাজলা জনকল্যাণ সমিতির সুপার ভাইজার নীতিমালা পান্ডা, সুবিমল বেজ, রং মালা পুট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব রাউল ।মহিলাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়। কুইজ  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়।২জন দুঃস্থ কে শীত বস্ত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।  সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন মৌসুমী বারিক।

ekhansangbad
Author: ekhansangbad

Related News