Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথিতে জেলা সবলা মেলার শুভ সূচনা

কাঁথি শহরে  সাড়ম্বরের শুরু হলো জেলা সবলা মেলা। কাঁথি শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলা সবলা মেলার শুভ সূচনা হলো মঙ্গলবার। উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ-সভাপতি সুহাসিনী কর, বিধায় ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য, বৈভব চৌধুরী, জেলা কৃষি সেচ ও সমবায় কর্মধ্যক্ষ মানস পন্ড,স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শতরূপা পয়ড়্যা,নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মামনি জানা, জেলা পরিষদ মেন্টার অসিত ব্যানার্জি, কোমেন্টার সুমিত্রা পাত্র, কাঁথি মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য, কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গির, জেলা স্বনির্ভর বিভাগের আধিকারিক সমিরন বারিক, জেলা শিক্ষা কর্মধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য,জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি, দেবশ্রী মালি, কাঁথি ১ ব্লকের বিডিও অমিতাভ অবিশ্বাস প্রমুখ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিজস্ব তৈরি সামগ্রীর বিক্রয় স্টল হয়েছে এই মেলায়। মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই সবলা মেলার আয়োজন করা হয় প্রতিবছর।

অখিল বাবু বলেন রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক সুযোগ-সুবিধা প্রদান করছেন। উদাহরণ স্বরূপ তিনি বলেন প্রতিবছর প্রতিটি দলকে কুড়ি হাজার করে টাকা অনুদান দেওয়া হয়। এছাড়াও যে টাকা ঋণ দেওয়া হয় তা অত্যন্ত কম সুদে দেওয়া হয়। তিনি আরো বলেন এই ক্ষেত্রে কিছু রাষ্ট্রীয়াত্ব ব্যাংক সহযোগিতা করছে না। তবে অল্প সংখ্যক রাষ্ট্রায়ত্ব ব্যাংক ভালোভাবে সহযোগিতা করছেন।  সভাধিপতি উত্তম বারিক বলেন মহিলাদের স্বনির্ভর করার জন্য মা মাটি মানুষের সরকার বহুভাবে চেষ্টা করছেন। তারপরেও নগদ অর্থ হিসাবে লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে নগদ অর্থ দেওয়া হচ্ছে। শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন স্বনির্ভর গোষ্ঠীর ঋণ পরিশোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আছে। স্বনির্ভর গোষ্ঠীর ঋণের ক্ষেত্রে খেলাপির সংখ্যা খুব কম যা কোন হিসেবের মধ্যে পড়ে না। এই মেলা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News