কাঁথি ৩ চক্রের ওলমাইদলবাড় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় সম্বর্ধনা ও প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীনবরন অনুষ্ঠান হল।
উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ সুজাতা মাইতি, কুমিরদা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাতী দাস বারুই, কুমিরদা গ্ৰাঃ পঃ এর সদস্য দুর্বাদল মন্ডল, কুমিরদা গ্ৰাঃ পঃ এর বিশিষ্ট সমাজসেবী রাজকুমার দাস, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই বারুই, সহ শিক্ষিকা অর্পিতা নন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।


Author: ekhansangbad
Post Views: ৩১