ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক কন্টাক্টর অ্যাসোসিয়নের পূর্ব মেদিনীপুর শাখার আহবানে গুরুত্বপূর্ণ সভায় হল। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, আই এন টি টি ইউ সি র রাজ্য সম্পাদক তথা কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শতরুপা প্যয়ড়া ,খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র,সহ এসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Author: ekhansangbad
Post Views: ৮১