Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এগরা কলেজের জমি বিক্রি বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল

গত কয়েকদিন ধরে এগরা কলেজের জমি বিক্রি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়। বিভিন্ন মহলে খবর হয় এগরা কলেজের জমি উদয় পাল তার শাশুড়ির নামে বিক্রি করে দিয়েছে। এবং উদয় পাল এর নামে বিভিন্ন ধরনের কুৎসা মিথ্যাচার প্রচার করা হয়। এই কুৎসা মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে এগরা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ ও ধিক্কার মিছিল করে।

ছাত্র-ছাত্রীরা দাবি রাখে কলেজের মোট মোট কত জমি কেনা হয়েছে এবং কত জমি বিক্রি করা হয়েছে তা জনসমক্ষে আনতে হবে এবং কোন ব্যক্তি যদি জায়গা কিনে তাহলে উদয় পালের নাম সেখানে জড়াবে কেন?  উদয় পাল কে কলুষিত করা হবে কেন? বিজেপি সহ কিছু সমাজবিরোধীরা এই কুৎসা অপপ্রচার রটাচ্ছে।এর প্রতিবাদে আজকে তৃণমূল ছাত্র পরিষদের  প্রতিবাদ ও ধিক্কার মিছিল হয়।এগরা কলেজ থেকে প্রতিবাদ মিছিল বেরিয়ে এগরা ত্রিকোণ পার্ক হয়ে মিলোনি রোড হয়ে এগরা গার্লস স্কুলের সামনে মিছিল সমাপ্ত হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News