Select Language

[gtranslate]
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এগরায় বিজেপি কর্মীর স্ত্রীর ওপর নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

সোমবার গভীর রাতে এগরা ২ ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্রচক গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর ওপর প্রাণঘাতি হামলা চালানোর অভিযোগ উঠল একদল অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। আহত মহিলার নাম কাজল প্রামাণিক। এই মুহূর্তে তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত্রি প্রায় ১টা নাগাদ তপন প্রামাণিকের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। পেশায় মৎস্যজীবি তপন ঘটনার সময় বাড়িতে ছিলেন না। দুষ্কৃতীরা তপনের মাটির বাড়ির দেওয়া ভেঙে ভেতরে ঢোকে। এরপর ঘুমন্ত অবস্থায় তপনের স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে। রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য কাকুতি মিনতি করতে থাকেন কাজল। কিন্তু দুষ্কৃতীরা রীতিমতো পৈশাচিক ভাবে মহিলার ওপর একের পর এক কোপ বসিয়ে যায়।

এরই মাঝে মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। মহিলার আত্মীয় কৃষ্ণপদ প্রমাণিক জানান, “গভীর রাতে কাকীমার চিৎকার শুনে আমরা ছুটে আসি। এসে দেখি রক্তাক্ত অবস্থায় কাকীমা বিছানার ওপর পড়ে আছে। তাঁর দুই হাত সহ গোটা শরীর জুড়ে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। এরপর কোনওক্রমে কাকীমাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই”। কৃষ্ণপদ’র আরও দাবী, “কাকীমা বিজেপি করে বলে কিছুদিন ধরেই তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। সম্পূর্ণ রাজনৈতিক আক্রোশেই কাকীমার ওপর হামলা চালানো হয়েছে” বলে দাবী জানিয়েছেন তিনি।

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অমলেশ পাহাড়ির দাবী, “তপন প্রামাণিকের পরিবারকে বারেবারে হুমকি দেওয়া হচ্ছিল। এগরা জুড়ে এই সন্ত্রাস চলছে। তবে তৃণমূলের হুমকির কাছেও তপনের পরিবার মাথা নত না করার জন্যই গতকাল গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে তপনের স্ত্রী আশংকাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে”। অমলেশের দাবী, “পুলিশ সবকিছু জেনেও চুপচাপ রয়েছে। আমরা এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। তবে পুলিশ যদি নিষ্ক্রীয় থাকে তাহলে আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব”।

যদিও বিজেপির দাবীকে নস্যাৎ করে দিয়েছেন এগরা ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি রাজকুমার দুয়ারী। রাজকুমার জানান, গতকাল গভীর রাতে মহিলার ওপর যে নৃশংস হামলা হয়েছে আমরা তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। একজন মহিলার ওপর যারাই এই নারকীয় হামলা চালিয়েছে তাঁদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি”। রাজকুমারের দাবী, “এই হামলার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এই ঘটনায় যারা জড়িত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read