Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আবারও দিঘায় উদ্ধার মৃত ডলফিন

দিঘায় আবারও উদ্ধার হল মৃত ডলফিন।পুরানো দিঘার সমুদ্র সৈকতের ধার থেকে উদ্ধার হয়ছে এই মৃত ডলফিনটি।উদ্ধার হওয়া মৃত দলফিনটি প্রায়  পাঁচ ফুট লম্বা।

সমুদ্র সৈকতের ধারে পর্যটকরা বেড়াতে গিয়ে  পচা দুর্গন্ধ পায়। তখন তারা বনদপ্তরে খবর পাঠান। বনদপ্তরের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন পাথরের খাঁজে আটকে থাকতে দেখে এই মৃত ডলফিনটিকে। পাথরে খাঁজে আটকে থাকার জন্য অনেকের নজর এড়িয়ে যায় ডলফিন টি পরবর্তীকালে বনদপ্তরের কর্মীরা, সেই ডলফিনটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসে।

বনদপ্তদের কর্মীদের কথায় মৃত জলজ প্রাণীটিকে সংরক্ষণ করা হবে । মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে ।তাহলেই সঠিক কারণ জানা যাবে বলে তারা জানিয়েছেন।


এই ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে। কোন কোন সময় জাহাজের ধাক্কায় বা মৎস্যজীবীদের জালে জড়িয়ে আঘাতপ্রাপ্ত হলে তারা সী বিচের কাছাকাছি চলে আসে। পরবর্তীকালে তারা মারা যায়। এদিন এই ডলফিন টিকে দেখার জন্য বহু পর্যটকরা ভিড় জমান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News